রাজশাহী বিএসটিআই’র অভিযানে অনুমোদন ছাড়া বেকারি পণ্য তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেসার্স মৌ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি,বনপাড়া, নাটোরকে এ জরিমানা করা হয়। দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক(সিএম) কর্তৃক নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে দায়েরকৃত নিয়িমত মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। আদালত বিবাদী মোজাফফর আলীকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ এ রায় ঘোষণা করেন। এ সময় দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক বিএসটিআই, রাজশাহী এবং সাক্ষী কামরুল পলাশ, পরিদর্শক, বিএসটিআই, রংপুর আদালতে উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই’র অভিযান অব্যাহত থাকবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০