রাজশাহী বিএসটিআই’র অভিযানে মোট ৩ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত আগস্ট মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে এ জরিমানা আদায় করা হয়। রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলায় মোট ১৩টি ভ্রাম্যমাণ আদালতে ‘ওজন ও পরিমাপ মানদÐ আইন, ২০১৮’ এর আওতায় ২৩টি মামলায় ২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ,
জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলায় ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনার মাধ্যমে ৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০