নিজস্ব প্রতিবেদক :
গত নভেম্বর মাসে রাজশাহী বিএসটিআই’র অভিযানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ,১৯৮৫” এর আওতায় বিএসটিআই এর মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার দায়ে এবং “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স,১৯৮২” এর আওতায় ওজন ও পরিমাপে কারচুপির দায়ে
অভিযান পরিচালনার মাধ্যমে দায়েরকৃত ৪৩ টি মামলায় ১ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই এর মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ, পণ্য সামগ্রীর গুণগত মান যাচাই, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে এবং মাছ ও ফলমূলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার নিমিত্তে ৩৩টি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান চালানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০