সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

khobor
জানুয়ারি ৪, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা ও সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআই রাজশাহীর উদ্যোগে ডিসেম্বর মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় এ অভিযান চালানো হয়। ৬টি ভ্রাম্যমাণ আদালতে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর

আওতায় ১০টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ১৪টি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং বিভাগের সকল জেলার বিভিন্ন উপজেলায় ‘বিএসটিআই আইনে বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে ৮টি ভ্রাম্যমাণ আদালত ও ১৪টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা করা হয়।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।