নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। পাবনা বড় বাজার এলাকায় ‘বিএসটিআই আইন,২০১৮’ ও ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে আমদানীকৃত স্কিন ক্রীম, স্কিন লোশন, শ্যাম্পু, বডি স্প্রে বিক্রয়-বিতরণ করায় মেসার্স মোল্লা গিফট কর্ণার, মেসার্স আনিস স্টোর, মেসার্স সাগর স্টোরকে
যথাক্রমে ২০,০০০/-; ১৫,০০০/- ও ১০,০০০/- এবং পণ্যের গায়ে মূল্য লিখা না থাকায় মিলন স্টোর ও নাজমুল স্টোরকে যথাক্রমে ৩,০০০/- ও ১০,০০০/- জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, সাজ্জাত হোসেন ও বায়েজিদ বিন আকন্দ এবং সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর’ কর্মকর্তা আমিনুল ইসলাম ও আজিজুল হাকিম।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০