নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই ও নাচোল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ভ্রাম্যমাণভ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জুয়েলারী দোকানে অবৈধভাবে ভরি বাটখারা ও কাপড়ের দোকানে অবৈধভাবে গজ-কাঠির ব্যবহারের ফলে মেসার্স নিরব জুয়েলার্স, মধ্যবাজার কে ২০ হাজার টাকা, আহম্মদ বস্ত্রালয়,
আধুনিক সুপার মার্কেটকে ৫ হাজার টাকা এবং মুহাম্মদ বস্ত্রালয়, আধুনিক সুপার মার্কেট আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর’ কর্মকর্তা জনাব শাহ আলম পলাশ খাঁন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০