রাজশাহী বিআরটিএ’র কাজে প্রতারণাকারী এবং দালাল চক্রের ৮ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরীর রাজপাড়া থানার মৃত শহিদুল্লার ছেলে ফরহাদ (৩৫), লক্ষীপুর এলাকার মৃত রহমানের ছেলে রাসেল (৩৫), বোয়ালিয়া থানার শালবাগান এলাকার মৃত হান্নানের ছেলে হাফিজ (৩২), শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে রবিউল ইসলাম, রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান (২৩) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও শাহমখদুম থানার রায়পাড়া গ্রামের এমারতের ছেলে শাফি (২২), বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার মৃত এনামুল হকের ছেলে মমিনুল হক (৬০)। এদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শিরোইল এলাকার ইউসুফ আলীর ছেলে আয়াতুল্লাহ (৩৪) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
এর আগে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিআরটিএ অফিস, রাজশাহী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন্য বিআরটিএর কাজে প্রতারণাকারী দালালদের আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত আসামীরা দীর্ঘদিন যাবত বিআরটিএ অফিসে এবং এর আশপাশে অবস্থান করে ড্রাইভিং সনদ প্রদান করার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। এছাড়াও তারা বিআরটিএ অফিসে সরকারী কাজে বাধা প্রদানসহ আরো অন্যান্য অপরাধ সংঘটিত করে। এরই প্রেক্ষিতে র্যাবের একটি অপারেশন দল তরিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীকে সাথে নিয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। আসামীদের বিরুদ্ধে দন্ড বিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিচার করতঃ আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০