ন
নিজস্ব প্রতিবেদক : বার এ্যাসোসিয়েশন নির্বাচনে এ্যাডভোকেট লোকমান আলীকে সভাপতি এবং এ্যাডভোকেট একরামুল হককে সাধারণ সম্পাদক প্রার্র্থী করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ১ নং বার ভবনের হল রুমে সভাপতি ও সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট এ প্যানেলের নাম ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আশা করছি বিগত নির্বাচনগুলোর মতোই এবারো এ
প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি এ্যাড. ইব্রাহিম হোসেন, জিপি এ্যাড. রবিউল হক কাকর, মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পিপি এহসান আহমেদ শাহীন, বার কাউন্সিলের সদস্য মোঃ ইয়াহিয়া, এ্যাড. আসলাম সরকার প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৮ মার্চ রাজশাহী বার এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০