নিজস্ব প্রতিবেদক :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবিরের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উদ্যোগে অত্র দপ্তরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা স্টেশনের সহকারী পরিচালক কেএম সাইফুল ইসলাম, বগুড়া স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রশিদ। বক্তব্য দেন, ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স রাজশাহী সদর দফতরের ড্রাইভার বাবর উদ্দিন শেখ, ওয়াকর্শপের হারুন, লিডার নুরুন্নবী, সহকারী পরিচালকের দপ্তরের উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার আব্দুল কুদ্দুস, মোবিলাইজিং অফিসার ফারুক, ওয়ার হাউজ ইন্সপেক্টর সোহেল রানা, আবু সামা, আব্দুর রউফ, সহকারী যোগাযোগ প্রকৌশলী আবু সুফিয়ান, নওহাটা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রেজাউল, নওগাঁ স্টেশনের উপসহকারী পরিচালক একেএম মুরশেদ। সহকারী পরিচালক আহসানুল কবির চাকরী জীবন শেষে অবসরে যাওয়ায় তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০