সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল তিনটায় নগরীর অব্দার মোড়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর রাজিয়া কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ব্যবসায়ীদের কল্যানে শালবাগান বাজারে অত্যাধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে ফল ব্যবসায়ীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা হবে। আমাদের সবাইকে একযোগে কাজ করেই রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াস ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা
অফিসার আশিকুজ্জামান, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া নান্নু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু। স্মারকলিপি পাঠ করেন ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আলী আকবর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজকরা।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০