বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং রাজশাহী প্রেসক্লাব অফিস ভবনের সামনের অংশ ধ্বসে পড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিলো। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন ভবনটি সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোন এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত।
১৯৪৫ সালে ভবনি নির্মাণ করা হয়। পুরনো এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো। কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ভবনি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়নি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০