নিজস্ব প্রতিবেদক : অনৈতিক দাবি পূরণ না করায় ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিনকে পুকুরে ফেলে চুবানোর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল আরএমপির বেলপুকুর থানাধীন বিসমিল্লাহ পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে আটক করে।আটককৃতরা হলো, মামলার ১ নং আসামী সৌরভ, ২ নং আসামী মুরাদ ও ৬ নং আসামী সালমান ওরফে টনি। নগর গোয়েন্দা পুলিশ
এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, চলতি মাসের ২ নভেম্বর দুপুরে ছাত্রলীগের অনৈতিক দাবি পূরণ না করায় অধ্যক্ষকে ধরে নিয়ে গিয়ে পুকুরে ফেলে চুবানো হয়। এরপর অধ্যক্ষ এজাহার নামীয় ১৭ জনসহ অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে। অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। সরাসরি জড়িত ছাত্রলীগ নেতাকে বহিস্কার হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০