নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন অচিনতলা এলাকার রিমা খাতুনর (১৫)। মেয়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন মেয়ের বাবা ভ্যান চালক আলতাফ হোসেন ও মাতা লাইলি বেগম। এ ব্যাপারে মেয়ের মাতা লাইলি বেগমগত ১৪ মার্চ রাজপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেন। ডাইরি
নম্বর-৬৭৩। সাধারণ ডাইরি সূত্রে জানা গেছে, রিমা খাতুন গত ১১ মার্চ সকাল ১১টার সময় বাড়ি থেকে বাইরে যায়। এর পর সে আর ঘরে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খুজেও তার কোন সন্ধান মেলেনি। রিমা বেগমের উচ্চতা ৫ ফিট, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, মাথার চুল কালো লম্বা, পরনে হলুদ রংএর জামা ও পায়জামা ছিলো। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৮৬-৭৩৯৮৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা
হয়েছে। রিমা খাতুনের মা জানান, আমার মেয়ে সরল সোজা। তাকে বস্তির একটা মেয়ে ফুসলিয়ে নিয়ে যেতে পারে। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজপাড়া থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা বলেন, এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। তার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় তার সন্ধানে তথ্য ও ছবি পাঠানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০