নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী থেকে ঢাকাগামী রোববার সকাল পৌনে ৮ টার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। এতে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর বিকেল বিকেল ৪টার রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাত ১১টায়। এভাবে প্রায় প্রত্যেকটি ট্রেনের ব্যাপক শিডিউল বিপর্যয় ঘটছে। ট্রেনের সিডিউল বিপর্যয় হওয়ায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীরা। সিঙ্গেল লাইনে অতিরিক্ত ট্রেন
চলাচলের কারণে এমন সিডিউল বিপর্যয় ঘটছে বলে কর্তৃপক্ষের দাবি। রাজশাহী থেকে ঈশ্বরদি পর্যন্ত ভালোভাবে যেতে পারলেও তারপর শুরু হয় দেরি। অন্য ট্রেনকে সাইড দিতে গিয়েই ঘটছে বিপত্তি। পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদ উপলক্ষে প্রায় ৫৮টি ট্রেন চলাচল করছে। আর বিশেষ ট্রেন না থাকলেও বগি বেশি লাগিয়ে কিছু ট্রেন চলছে যার কারণে গতি পাচ্ছেনা ট্রেনগুলো। যাতে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে না। অথচ সিঙ্গেল লাইনে ৩৮টি ট্রেন চললে কোন সিডিউল বিপর্যয় ঘটবে না। অতিরিক্ত ট্রেন চলাচলের কারণে
এমন ঘটনা ঘটছে। এবার ঈদের পর থেকেই পশ্চিমাঞ্চল রেলওয়েতে ব্যাপক সিডিউল বিপর্যয় হয়। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী আরো দুই থেকে তিন দিন এমন বিপর্যয় থাকতে পারে। এরপর স্বাভাবিক হওয়ার আশা করছেন কর্তৃপক্ষ। এ রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন বলেন, সিঙ্গেল লাইনে অতিরিক্ত ট্রেন চলাচলের কারণে এমন শিডিউল বিপর্যয় ঘটছে। তারপরেও পশ্চিমাঞ্চল রেলওয়েতে এখন ৫৮টি ট্রেন চলছে। ৩৮ টি ট্রেন চললে সিডিউল বিপর্যয়ের মধ্যে পড়তে হবে না। স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করতে পারবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০