নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দেশের এই সংকটময় মুহূর্তে মানবতার সেবায় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল এক এর ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন মুর্শিদা নুসরাত ডেলা নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাদিয়াবাদ নাটোরের ৩য় বর্ষের ছাত্রী। আজ সোমবার ওই ছাত্রী তার জমানো ৫ হাজার টাকা টাকার সবটুকুই জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেন। তিনি রাজশাহী মহানগরীর বাসিন্দা। এরপর রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তাকে ধন্যবাদ দিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ধন্যবাদ নুসরাত তোমার এ টাকা কোন অসহায় মানুষের খাদ্য সহায়তায় কাজে লাগবে।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, আমরা তরুণ প্রজন্মকে নিয়ে হতাশা ব্যক্ত করি। কিন্ত এই মুহূর্তে জাতির ক্রান্তি লগ্নে তারা খুব সহানুভুতিশীল ও দেশ প্রেমিক। আমরা এটিকে উৎসাহিত করছি। দেশের যেকোন ক্রান্তিলগ্নে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে এটি আমরা প্রত্যাশা করি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০