নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। সভায় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন। অপরাধ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান
করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাসিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে সে জন্য আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনজন অফিসারকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০