নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের থানাগুলোর কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরিং করা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলার পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময়ে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জের
পুুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) মোঃ আব্দুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস এন্ড ট্রাফিক) মোঃ মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট মোঃ তারিকুল ইসলামসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রাজশাহী জেলার ৮টি থানায় সর্বমোট ৬৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে পুলিশ সুপার কার্যালয় হতে থানার কার্যক্রম মনিটরিং করা সহজীকরণ হবে, থানা গুলোর কার্যক্রম গতিশীল হবে, তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা যাবে ও প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশী ব্যবস্থা বেগবান হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০