নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলার সিনিয়র অফিসারগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি পুলিশের চলমান
কার্যক্রম, জনবান্ধব ও আধুনিক পুলিশিং সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে পুলিশের নিয়মিত অভিযান আরও বেশি জোরদার করণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সাধারণ জনগণ যাতে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য থানার অফিসার ইনচার্জকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০