বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখা অধিনস্থ ৪ টি পৌরসভা ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম টুটুল ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি । ইউনিট সমূহ হচ্ছে কেশরহাট পৌরসভা, চারঘাট পৌরসভা, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা । মোঃ শফিউল আলম সুইট কে আহ্বায়ক ও সাদ্দাম হোসেন ডলার কে সদস্য সচিব করে কেশরহাট পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি , মোঃ রবিউল ইসলাম রানা কে আহ্বায়ক ও মোঃ শামিম ইসলাম কে সদস্য সচিব করে চারঘাট পৌরসভার ২১ সদস্য বিশিষ্ট কমিটি, শামিম হোসেন কে আহ্বায়ক ও মোঃ মাসুম পারভেজ কে সদস্য সচিব করে বাঘা পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি এবং মোঃ আশরাফুজ্জামান কে আহ্বায়ক এবং মোঃ মৃদুল হাসান কে সদস্য সচিব করে আড়ানী পৌরসভা ছাত্রদলের ২১
সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল ।
নতুন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে অধিনস্থ ইউনিট কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে ।
গত ১/৪/২০২১ রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি অনুমোদন করে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করে । ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান মোঃ সাজিদ হাসান বাবু আজ ২/৪/২০২১ সকাল ১১ টায় কমিটি প্রকাশ করতে বলেন । রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি বলেন সাংগঠনিক নির্দেশনা মেনে প্রকৃত ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হয়েছে গঠিত কমিটিতে । নতুন এই কমিটির সকলেই ঐক্যবদ্ধভাবে চলমাণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্ব স্ব ইউনিটকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করবে ।
শরিফুল ইসলাম জনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের চুড়ান্ত আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তির আন্দোলনকে বেগমান করার জন্য সারা দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি ইউনিটকে নতুন করে ঢেলে সাজানোর ধারাবাহিকতায় রাজশাহী জেলা ছাত্রদল কাজ করে চলেছে । রাজশাহী জেলা অধিনস্থ অধিকাংশ কমিটি গঠন আমরা করতে পেরেছি । আর মাত্র কয়েকটি কমিটি গঠন হলেই রাজশাহী জেলা ছাত্রদল অধিনস্থ উপজেলা, পৌর ও কলেজ কমিটি গঠন সম্পন্ন হবে ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০