নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুলকে। বর্তমান সভাপতি রেজাউল করিম টুটুলকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে বিপুল কে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ ৫ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে আরো জানানো হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০