সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২০২৫ চার বছর দেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রয়ের নির্ধারিত দিনে বিভিন্ন পদের বিপরীতে ৬২ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ও নির্বাচন কমিশনার আবু আসলাম জানান সহ-সভাপতি পদে ১১টি, সাধারন সম্পাদক পদে ২টি, অতিরিক্ত সাধারন সম্পাদক পদে ২টি, যুগ্ম-সম্পাদক পদে ৫টি, কোষাধ্যক্ষ পদে ৩টি ও নির্বাহী সদস্য পদে ৩৯ টি
মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে। এর ফলে সংস্থার প্রায় আয় হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। আগামী রোববার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন করা হবে ও পরের দিন সোমবার বাছাই কার্যক্রম অনুষ্টিত হবে বলেও তিনি জানান।
এম/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০