নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হচ্ছে। অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেয়া নতুন কমিটি থেকে বাদ পড়ছেন আগের কমিটির অন্তত ৪০ জন নেতা। গত বৃহস্পতিবার অনুমোদনের জন্য নতুন কমিটির তালিকা কেন্দ্র জমা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের কমিটি ৭৫ সদস্যের হলেও জমা দেয়া হয়েছে ৭৪ জনের নাম। সদস্য একজন কম রয়েছে তালিকায়।রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ৮ ডিসেম্বর। এতে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার। আর সাধারণ সম্পাদক করা হয় রাজশাহী-৫ আসনের সাবেক এমপি কাজী আবদুল ওয়াদুদ দারাকে। এছাড়া বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু এবং রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে যুগ্ম সম্পাদক করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের একমাস সময় দেয়া হয়। কিন্তু তিন মাসেও তারা পূর্ণাঙ্গ
কমিটি করতে পারেননি। এ নিয়ে গত ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা। সেদিন ১৫ দিনের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেয়া হয় যে, এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা না হলে আংশিক কমিটি বাতিল করা হবে। তারপর বেঁধে দেয়া সময়ের তিন দিন আগে গত বৃহস্পতিবার সভাপতি ও সম্পাদক কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দিয়ে আসেন।
তালিকা অনুযায়ী, সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। সহ-সভাপতিরা হলেন- অনিল কুমার সরকার, আমানুল আহসান দুদু, অধ্যক্ষ আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল, অধ্যক্ষ এসএম একরামুল হক, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম দুলাল, শরীফুল ইসলাম শরীফ, সাবিয়ার রহমান মাস্টার, শরীফ খান, সোহরাব হোসেন ও জাকিরুল ইসলাম সান্টু।সাধারণ
সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা। যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, আয়েন উদ্দিন ও মোস্তাফিজুর রহমান মানজাল। আইনবিষয়ক সম্পাদক এজাজুল হক মানু। এছাড়া কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক প্রতীক দাস রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মেহবুব হাসান রাসেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রেজাওয়ানুল হক পিনু মোল্লা, দপ্তর সম্পাদক প্রদ্দ্যেত কুমার সরকার, ধর্মবিষয়ক সম্পাদক এন্তাজ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন নবাব, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিএম হিরা বাচ্চু, মহিলাবিষয়ক সম্পাদক পূর্ণিমা ভট্টাচার্য, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আলী খাজা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন টিপু, শ্রম সম্পাদক আসলাম আলী, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশঈদ সরকার মাসুদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় দাস, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, আবদুস সামাদ, আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক
মো. বাক্কার ও কোষাধ্যক্ষ আজিজুল আলম।
সদস্যরা হলেন- বেগম আখতার জাহান, ওমর ফারুক চৌধুরী এমপি, আসাদুজ্জামান আসাদ, শাহরিয়ার আলম এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, ডা. মুনসুর রহমান এমপি, আদিবা আনজুম মিতা এমপি, ইব্রাহিম হোসেন, আবদুস সালাম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইয়াসিন আলী, সাইফুল ইসলাম বাদশা, আক্কাছ আলী, ফকরুল ইসলাম, গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল মামুন, আবদুল মালেক, আশরাফুল ইসলাম
বাবুল, অয়েজ উদ্দিন বিশ্বাস, গোলাম সারওয়ার আবুল, শহিদুজ্জামান শহিদ, রবিউল ইসলাম রবি, আবদুর রাজ্জাক, সরদার জান মোহাম্মদ, খাদেমুন নবী চৌধুরী, সামশুল ইসলাম, শিউলী রানী সাহা, মাহবুবুল আলম মুক্তি, মরজিনা বেগম, সুরঞ্জিত কুমার সরকার, আবদুল মান্নান, নীলিমা বেগম এবং বদরুল ইসলাম তাপস।
আগের কমিটি থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম আতাউর রহমান
খান, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, বদিউজ্জামান বদি, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মজিদ সরদার, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, পবা উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান, আগের কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রবীণ নেতা আবদুল বারী।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০