রাজশাহী জেলায় পৌনে লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম ৫ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনোয়ারুল কবীর, রাজশাহী সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী। অতিথিগণ বলেন, বাংলাদেশ থেকে
অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধে এ ক্যাপসুল খাওয়ানো জরুরী।
জানা গেছে, সরকারি কর্মদিবসগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৯৬১ জন শিশু একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪০ হাজার ৪৮৫ জন শিশু একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। ১৭৪৪ টি আউটরীচ কেন্দ্র ও ১০ টি স্থায়ী কেন্দ্র থাকবে। এতে ১৬২ জন স্বাস্থ্য সহকারী, ২২৮ জন সিএইচসিপি, ২৭০ জন পরিবার কল্যাণ সহকারী ও ৩ হাজার ৫০৮ জন স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০