নিজস্ব প্রতিবেদক:
এবার করোনা প্রতিরোধে রাজশাহী জেলায় সকল এনজিওর কিস্তি আদায় স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিত অনুরোধ করেন রাজশাহী জেলা
প্রশাসক হামিদুল হক। আজ সোমবার দুপুর ১ টা ৫৪ মিনিটে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিও কে কিস্তি আদায় না করার জন্য অনুরোধ করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন তা হুবহু তুলে ধরা হলো, ঔকরোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলায় সকল এনজিও'র কিস্তি আদায় ৩০--০৪-২০২০ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত রাজশাহী জেলার সকল এনজিওকে কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল এনজিওর কাছে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের এনজিওর কিস্তি নিয়ে বিপাকে পড়া ও দুর্ভোগ নিয়ে খবর ২৪ ঘন্টায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০