নিজস্ব প্রতিবেদক : ১১ দফা দাবিতে রাজশাহী জুট মিলে আমরণ অনশনে শ্রমিক অসুস্থ হয়েছে। তার নাম আব্দুল গফুর। বৃহস্পতিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত মাস থেকে রাজশাহী জুট মিলের কর্মকর্তা-কর্মচারীরা মঞ্জুরি কমিশন ১১দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে আসছেন। গত কয়েকদিন ধরে জুট মিলের কর্মচারীরা মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার সকালে
আব্দুল গফুর নামের এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেলা সাড়ে ১১ টার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর/এস