খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুই ব্যাংক এবং এক আর্থিক প্রতিষ্ঠানের দুই পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
উর্ধ্বতন কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে নিয়োগ পাবেন ৩০ জন। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৭ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১০ জনকে নেয়া হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএসহ পুরকৌশলে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।
কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৩ জন নিয়োগ পাবেন। আবেদনের জন্য প্রার্থীর পুরকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
উর্ধ্বতন কর্মকর্তা পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা এবং কর্মকর্তা পদে ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৯ মার্চ পর্যন্ত।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০