রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে সে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, ওই ছাত্রের পরিবার আগে থেকে করোনায় আক্রান্ত। সেখান থেকে সে আক্রান্ত হয়ে থাকতে পারে। গত ১৮ সেপ্টেম্বর তার করোনা শনাক্ত হয়। এর আগে সে স্কুলে এসেছিলো।
তিনি আরও জানান, ওই শিক্ষার্থীর দাদিসহ পরিবারের আরও দুইজন করোনা রোগী বাড়িতে ছিলেন। তাদের মাধ্যমেই সে আক্রান্ত হতে পারে। এ জন্য তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। স্কুলের অন্যদের মধ্যে এখনও করোনার উপসর্গ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ক্লাস চলবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০