নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৬৮ জন। আর এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৩৩৮ জনে। আর এ পর্যন্ত ১৩ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৮ হাজার ৩৩৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৬৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭১৭ জন, নওগাঁ ১১৮১ জন, নাটোর ৮৬৮ জন, জয়পুরহাট ৯৭৯ জন,
বগুড়া জেলায় ৬ হাজার ৯১৩ জন, সিরাজগঞ্জ ১৯৮৬ জন ও পাবনা জেলায় ১০৪৪ জন।
বিভাগে মারা যাওয়া ২৬৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৪ জন, নওগাঁ ১৭, নাটোর ৮ জন, জয়পুরহাট ৬ জন, বগুড়া জেলায় ১৬০ জন, সিরাজগঞ্জ জেলায় ১২ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১৩ হাজার ৮৭৮ জনের মধ্যে রাজশাহী ৩৩৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৫১ জন, নওগাঁ ১০৪৮ জন, নাটোর ৬৬৫ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৮৮৩ জন, সিরাজগঞ্জ ১২১৩ জন ও পাবনা জেলায় ৯০৩ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও
বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে।
বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৩৫৩৩ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭১৯ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৭ হাজার ৫৩২জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০