নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩০৭ জন। আর নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ১০০ জনে। মাঝখানে বিভাগের জেলাগুলোতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমলেও গত কয়েকদিন ধরে আবারো মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে
শনাক্তের সংখ্যা কম রয়েছে। মোট শনাক্তের মধ্যে ১৮ হাজার ১৩৭ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ১০০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৯৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৭৬ জন, নওগাঁ ১৩০১ জন, নাটোর ৯৯৯ জন, জয়পুরহাট ১০৯০ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৬৪৮ জন, সিরাজগঞ্জ ২১৭১ জন ও পাবনা জেলায় ১১৪১ জন। মৃত্যু হওয়া ৩০৭ জনের মধে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৯ হাজার ৬২৮ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০