নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় আরো ৩৭ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ২৩ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪২১০ জন, বাঘা উপজেলায় ১৭৮ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২২ জন ও গোদাগাড়ীতে ১৫১ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৩ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৫১১ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ২৭১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৬৫১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৮ জন, নওগাঁ ১৪৭৬ জন, নাটোর ১১৬০ জন, জয়পুরহাট ১২৪৪ জন, বগুড়া জেলায় ৯ হাজার ১৯৬ জন, সিরাজগঞ্জ ২৪৬৭ জন ও পাবনা জেলায় ১৫০৯ জন। মৃত্যু হওয়া ৩৫১ জনের মধ্যে রাজশাহী ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৮ জন, বগুড়া ২১৪ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৩৪৫ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০