রাজশাহী বিভাগের ৮টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। ৮ নবনির্বাচিত মেয়র ছাড়াও ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন। আজ বোববার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথ বাক্য পাঠ করান। মোট ১০৩ জন প্রতিনিধি শপথ নেন।
পৌরসভাগুলো হলো, রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা। চতুর্থ ধাপে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার প্রথমে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোরের ইমরুল হক, নওহাটার হাফিজুর রহমান হাফিজ, শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম,
বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।
এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ করানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহŸান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০