নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় একসাথে ভোটগ্রহণ শুরু হয়। তবে অন্যান্য বারের মতো এবার ভোটারদের মাঝে উৎসবমূখর পরিবেশ দেখা যায় নি। দুই/একটি বাদে কোনো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটের দিন যেকোনো অপ্রিতীকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশপাশি র্যাব ও বিজিবিও মাঠে রয়েছে।
রাজশাহীর ৮টি উপজেলার মধ্যে ৬টি চেয়ারম্যান পদে ভোট চলছে এবং ২ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে রয়েছে। এ দুটি উপজেলায় অন্যান্য পদে ভোটগ্রহণ চলছে। কোনো কেন্দ্রে তেমন ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।
জেলার ৮টি উপজেলায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক বলেন, ভোট সুষ্ঠ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০