নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৬টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। প্রথমে রাজশাহী-১ আসন থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন। ওই আসন থেকে আবিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন। এরপর রাজশাহী-২ সদর আসন থেকে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ধানের শীষ প্রতীক নেন সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুলের পক্ষে প্রতীক নেন ব্যারিষ্টার আমিনুল হক ও বুলবুল। ওই আসনে আ’লীগ প্রার্থী আয়েনের পক্ষে প্রতীক নেন তার নেতাকর্মীরা। রাজশাহী-৪ আসনে আবু হেনা নিজেই উপস্থিত থেকে প্রতীক নেন। আ’লীগ প্রার্থী এনামুল হকের পক্ষে প্রতীক নেন তার নেতাকর্মীরা। রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পক্ষে প্রতীক নেন তার নেতাকর্মীরা ও রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদের পক্ষে ধানের শীষ প্রতীক নেন তার মনোনীত নেতাকর্মীরা। ওই সব আসনে আ’লীগের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা প্রতীক নেন। বিএনপি ও আ’লীগ ছাড়াও অন্যান্য এমপি প্রার্থী রিটার্নিং অফিসারের কাছ থেকে নিজ নির্বাচনী প্রতীক নেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে