নিজস্ব প্রতিবেদক: গত ৩ অক্টোবর রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় রাজশাহীর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর মোড়স্থ প্রেমতলীগামি পাকা রাস্তার পাশে জনৈক মোঃ আব্দুস ছালাম এর দোকানের সামনে হইতে রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী শীষ মোহম্মদ (৩৫) পিতা-মোঃ ইসরাইল হক, সাং-গড়ের মাঠ, থানা- গোদাগাড়ী জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। এ
সময় গ্রেতারকৃত আসামী শীষ মোহম্মদ এর হেফাজত হইতে একটি গোলাপী রংয়ের ট্রাভেল্স ব্যাগে থাকা বালিশের ভিতর তুলার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ০২টি ম্যাগজিন, ৫টি প্যাকেটে ১০০ গ্রাম করিয়া সর্বমোট ৫০০ গ্রাম হেরোইন ও ১৫ টি সাদা পলিথিনের প্যাকেটে ১০০ পিচ করে সর্বমোট ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট এর একটি চালান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে র্দীঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনে ৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।
গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে ২টি মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতে খায়ের আলম জনায়।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০