নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরের শিরোইল পুলিশ ফাঁড়ির সকাল কার্যক্রাম স্থাগিত ঘোষণা করা হয়েছে। ফাঁড়িতে কর্মরত ১৮ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। আজ মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য ইনচার্জ মিজানুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন নামের একজন এসআইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর ছোট ভাই (শ্যালক) শিরোইল ফাঁড়ির ইনচার্জ। তিনি অসুস্থ্য ভগ্নিপতিককে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে কোরোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ইনচার্জের নমুনা সংগ্রহ করা হয়।
ইনচার্জের নমুনা পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত ফাঁড়ির সকল কার্যক্রম স্থাগিত ঘোষণা করা হয়েছে। ফলাফল পজেটিভ আসলে লকডাউন ঘোষণা করে ফাঁড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তার আগ পর্যন্ত বোয়ালিয়া থানা পুলিশ ওই এলাকায় ডিউটি দিবে বলে জানান তিনি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০