নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়। গতদিনে অভিযানের পর ফুটপাত ব্যবসায়ীদেরকে সতর্ক করার পরেও নির্দেশ না মানার কারনে পুনরায় শনিবার বেলা ১২ টার দিকে পুনরায় অভিযান চালায় রাজশাহী সিটি কর্পোরেশন। অভিযানের সময় পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জের কারন জানতে চাইলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক
করার পরও তারা ফুটপাত থেকে উঠে যায়নি। নির্দেশনা অনুযায়ী বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তারা দোকান করতে পারবে এবং তাদের নির্দিষ্ট মালামাল তারা পুনরায় নিয়ে চলে যাবে। কিন্তু তারা নির্দেশ না মেনে সকাল থেকেই ফুটপাতে ব্যবসা শুরু করে। এদিকে দোকান ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, যত অত্যাচার সব গরিব মানুষের উপর। এর আগের অভিযানের পর থেকেই দেখা যায় লক্ষীপুরের ফুটপাতের দোকানিরা নিদের্শ না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০