রাজশাহী মহানগরীর নতুন বিল সিমলা এলাকা প্রায় তিন যুগ ধরে স্থানীয় ক্যাডারদের দখলে। অনুসন্ধানে দেখা গেছে ওই এলাকার কাউসার ও তার ছেলে জীবন দখল করে রেখেছে প্রায় ২ বিঘা রেলওয়ের সরকারি ভূ-সম্পত্তি । সেখানে তারা গড়ে তুলেছে ছোট ছোট টিনের ঘর, চায়ের দোকান, হোটেল, ভাতের রান্নাঘর, কালাই রুটির দোকানসহ আরো অন্যান্য। এই সমস্ত ভাড়াটিয়ার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের কাছ থেকে মাসে প্রায় ৭০/৮০ হাজার টাকা উত্তোলন করে কথিত মালিক ও বিএনপি নেতা কাউসার ও তার ছেলে জীবন।
জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করে। স্থানীয়রা বলেন, কাওছার ও তার পরিবারের ক্ষমতার দাপটের কারণে কেউ ভয়ে মুখ খুলে না। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভূ-সম্পত্তি (পশ্চিম) রেলওয়ে, রাজশাহী প্রধান কর্মকর্তা রেজাউল করিম বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে আপনি যেটা বললেন সেটা যদি সত্য হয় তবে দ্রুত উচ্ছেদ করা হবে এবং মাস্টার প্ল্যান করে টেন্ডার দেওয়া হবে।"
https://www.facebook.com/NazrulIslamZuluJournalist/videos/5146571502072211
https://www.youtube.com/watch?v=ZrNFAjC0gxE&t=7s
বিস্তারিত ডিওতে দেখুন
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০