প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০১৯, ১:২১ পি.এম
রাজশাহীর মালদা কলোনীতে হাসুয়ার আঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মালদা কলোনীতে হাসুয়ার আঘাতে এক যুবককে খুন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন (২৪) ওরফে রাজন মিস্ত্রি।
এ ঘটনায় অভিযুক্ত আরমান আলীর ছেলে মোহাম্মদ সোহেল (২৮) সহ পরিবারের সবাই পলাতক আছে। তবে চাচা আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মালদা কলোনী এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করতো রাজন। আর সোহেল এর পিতা আরমান আলী গাঁজার ব্যবসা । স্থানীয়দের মতে গাাঁজা ব্যবসাকে কেন্দ্র করে শনিবার সকালে সোহেল হাসুয়া দিয়ে স্থানীয়দের প্রকাশ্যে কোপ মারে রাজনকে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই তার মৃত্যূ হয়।
তবে পুলিশের দাবি, পান দোকানের দেনা পাওনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠােনো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের চাচাকে আটক করা হয়েছে। বর্তমানে রাজনের লাশ এলাকায় পুলিশী হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০