নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ভদ্রা পার্কে আপত্তিকর অবস্থায় ৯ জন ছাত্রছাত্রীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে তারা পার্কে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপটেন মনসুর আলী (ভদ্রা) পার্কে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের পরিবারকে জানানো হয়। এছাড়া মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া
হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি উপস্থিত থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকি শিক্ষার্থীরা ঘটনাস্থল পালিয়ে যায়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০