খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরেছে খুলনা টাইটানস। দুই শক্তিশালী দলের বিপক্ষে হেরে যাওয়ার পর বুধবার অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহর খুলনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ খুলনার প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস। সন্ধ্যা ৫ টা ২০ মিনিট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে লড়াই করে ৮ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে কোন প্রতিরোধ গড়তে পারেনি খুলনা টাইটানস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে নির্বিষ পারফরম্যান্সে ১০৫ রানের বড় ব্যবধানে হার মানে খুলনা। তাই টানা ম্যাচ হেরে বুধবার রাজশাহীর বিপক্ষে জিততে মরিয়া খুলনা টাইটানস।
মঙ্গলবার ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে আসা ডেভিড উইজ সেই আশার কথাই জানিয়ে গেলেন, ‘আমাদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। সেই সঙ্গে পরিশ্রমও করতে হবে। আশা করি বুধবার সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো। আমরা ম্যাচ জয়ের বিকল্প দেখছি না।’
ব্যাটিং-বোলিং যেমনই হোক না কেন, খুলনার সবচেয়ে খারাপ অবস্থা ফিল্ডিংয়ে। ঢাকার বিপক্ষেও ক্যাচ মিসের পাশাপাশি, গ্রাউন্ড ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্স ফুটে উঠেছে। ম্যাচ জিততে ফিল্ডিংয়ের উন্নতি জরুরি বলে মনে করছেন ডেভিড উইজ, ‘পরের ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। হাফ চান্সগুলো গ্রহণ করতে হবে। নয়তো ম্যাচে ফেরা কঠিন হবে।’
খুলনার মতো প্রায় একই দশা রাজশাহী কিংসেরও। তবে খুলনা ২ ম্যাচ খেলে দুটি হারলেও রাজশাহী এক ম্যাচ খেলে একটিতে হেরেছে। ঢাকার বিপক্ষে উদ্বোধনী দিনে খেলা ওই ম্যাচে সুবিধা করতে পারেনি মিরাজের দল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাপে থাকা খুলনার মুখোমুখি হবে রাজশাহী।
রাজশাহীর স্পিনার আরাফাত সানি জানালেন এই ম্যাচ জিততে মুখিয়ে তার দল, ‘প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করি পরবর্তী ম্যাচে আমরা আমাদের ভুলগুলো শুধরে মাঠে নামতে পারবো। মিরাজ তরুণ ক্রিকেটার। তার নেতৃত্বে আমরা খেলছি। সবাই মিলে চেষ্টা করছি ওকে সাহায্য করতে।’
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০