সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বিদ্যুৎস্পৃষ্টে নেসকো কর্মীর মৃত্যু, ২ জন বরখাস্ত

bulbul ob
ডিসেম্বর ৬, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মী রেজাউল ইসলামের মৃত্যুর ঘটনায় নেসকোর ২ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার(৫ ডিসেম্বর) বিকেলে নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই দুর্ঘটনার পেছনে তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক এবং সাব স্টেশন পরিচারক সোহাগ মজুমদার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকে বিষয়টি তদন্ত করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এবং নাজমুস সাকিব।
গতকাল দুপুরে নেসকোর কর্মী রেজাউল ইসলাম বিদ্যুৎ সংযোগ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু, নাটোরের বনপাড়ায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।