নিজস্ব প্রতিবেদক :
”বৃক্ষরোপন করি সবুজ নগরী গড়ি”এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উন্নয়নের অভিযাত্রায় রাজশাহীর প্রতিষ্ঠাতা ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
সোমবার সকালে রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা খানম, সহকারী শিক্ষক নাসরিন বেগমসহ শিক্ষার্থীরা।
এরপর বেলা ১১ টায় ডা: অর্ণা জামান রাজশাহী কলেজিয়েট স্কুলে গিয়ে বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক ড. নূর জাহান বেগম, সহকারী শিক্ষক আকরাম হোসেন, শিক্ষক ইমতিয়াজ আলী, আব্দুস সলাম মন্ডল, হোসনে আরা, ফরিদা ইয়াসমিন, নাজনীন বেগম, ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উন্নয়নের অভিযাত্রায় রাজশাহীর কার্যনির্বাহীর সদস্য এস এম ইউনুস হাসান অন্তু ,জান্নাতুন নাইম বেনী, হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, পায়েল। নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান রেজা, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বিপু বোয়ালিয়া পূর্ব ছাত্রলীগের সভাপতি বিলাস , শিশির প্রমুখ।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০