নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বাজারগুলোতে হঠাৎ করে বেড়েছে গরুসহ বিভিন্ন মাংসের দাম। মাত্র কিছু দিনের ব্যবধানে মুসলমানদের প্রিয় গরুর মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৭০ থেকে ৮০টাকা। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫২০ টাকা। তবে বাজার ও অবস্থাভেদে ৫৫০টাকা কেজিতেও বিক্রি হচ্ছে গরুর মাংস। সম্প্রতি রাজশাহী মহানগরীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নগরীর বাজারগুলোতে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি
প্রতি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা, পোল্ট্রি ১৪৫-১৫০ টাকা কেজি, লেয়ার ১৭৫-১৮৫ টাকা, হাঁস ২৭০-২৮০ টাকা, সোনালী ২৪০ টাকা ও দেশি মুরগি ৩৪০-৩৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। শুধু মাংসই নয় মাছের দামও বেড়েছে তুলনামূলক অনেক বেশি। সাইজে ছোট রুই ও মিড়কার দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বাজারগুলোতে
সিলভার কার্প বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি, পাঙ্গাশ ১০০থেকে ১৬০ টাকা কেজি, চিংড়ি ও গলদা চিংড়ি ৫০০ থেকে ১০০০ টাকা কেজি, বাটা ১২০ থেকে ১৪০ টাকা কেজি, বড় শোল ৯০০ টাকা ও ছোট শোল ২০০-৬০০ টাকা কেজি, পাবদা ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি রুইয়ের সাইজ অনুযায়ী ১৬০ থেকে ৩৫০ টাকা কেজি, ইলিশ ৫০০ থেকে ৯০০ টাকা কেজি কাতল ২৮০ থেকে ৪০০ টাকা কেজি, কালবাউশ ২৫০ টাকা,
ট্যাংরা ৫০০ থেকে ৮০০ টাকা কেজি, আইড় ৪০০ টাকা, বোয়াল ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে বাজারের খুচরা মাছ বিক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, পাইকারী বাজারে মাছের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগের থেকে মাছের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তারা স্বীকার করেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০