ওমর ফারুক, রাজশাহী:
মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে রাজশাহী মহানগরীর বাজারগুলোতে নতুন আলুর দাম প্রতি কেজিতে কমেছে ১০ টাকা। এখন রাজশাহী মহানগরীর বাজারগুলোতে প্রতি কেজি নতুন হলেন্ডার আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। অথচ ২/৩ দিন আগেই এই আলু প্রতি কেজি বিক্রি হয়েছে ২৫ টাকা। নতুন আলু বাজারে আসায় দাম কমেছে ১০ টাকা। আরো দাম কমতে পারে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে স্বস্তি এসেছে। কারণ কম টাকায় প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন তারা। শুধু আলু নয় অন্যান্য সবজির দামও কমেছে। এখন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা, টমেটো ১০ থেকে ১৫ টাকা কেজি, ফুলকপি ১০ থেকে ১২ টাকা, বাঁধা কপি ১০ টাকা পিস। তবে খেসাড়িসহ অন্যান্য শাক কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এ ছাড়া নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ কেজি। আলুসহ সবজির দাম আরো কমতে পারে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। আমদানি বেশি হলে সবজির দাম কমতে পারে। বুধবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার কাঁচা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাজশাহীর মহানগরীর কোর্ট স্টেশন বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, এখন কম দামে সবজি কিনতে পাওয়ার কারণে কম দামে বিক্রি করা হচ্ছে। তবে আলুর দাম কমেছে অনেক। আরো দাম কমতে পারে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০