রাজশাহীর বাঘায় চুরির সন্দেহে ৩ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতরা হলেন, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন (৩০), হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম (৪০), মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সহিদুল ইসলামক (৪৫)। একই উপজেলার মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর জল মটার চুরির অভিযোগে তাদের ধরে এনে নির্যাতন করা হয়। আজ শনিবার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনার তিনদিন আগে বুধবার রাতে আযুব আলীর বাড়ির আঙ্গিনায় যে জল মটার বসানো ছিল সেটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে সন্দেহজনকভাবে ওই ৩ জনকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের বিষয়টি জানা জানি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়ভাবে মিমাংসার কথা বলায় সেখান থেকে চলে আসে পুলিশ ।পরে ইউনিয়ন পরিষদে তাদের নেওয়া হয়। সেখানেও কোন সমাধান দিতে পারেনি চেয়ারম্যান। যার ফলে সন্দেহভাজন ৩জনকে মালিকের জিম্মায় দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত তারা মালিকের জিম্মায় ছিল বলে জানা গেছে। মটার মালিক জানান, সহিদুল নামের একজন চুরির সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ জন্য থানায অভিযোগ করবেন তিনি। বাঘা থানার ডিউটি অফিসার
মাহফুজুর রহমান জনান, এ বিষয়ে কোন অভিযোগ পাননি।
মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় মাধ্যমে বিষয়টি জানার পর চৌকিদার পাঠিয়ে আমার কার্যালয়ে আনা হয়। সমাধান করতে না পারায় তাদের মালিকের জিম্মায় দিয়েছেন। পওে কি হয়েছে তা জানেনা তিনি। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তারা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০