বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর প্রেসক্লাবে কেক কেটে দৈনিক ভোরের ডাকের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। রবিবার দুপুর ১২টায় এ উপলক্ষে প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক ভোরের ডাকের বাগমারা সংবাদদাতা সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আঃ সাত্তার প্রামানিক, বাগমারা মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির আহ্বায়ক এস.এম সামসুজ্জোহা মামুন ও বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন। সাপ্তাহিক দিন বদলের কন্ঠের তাহেরপুর আঞ্চলিক প্রতিনিধি আশরাফুল ইসলাম ফরাসির পরিচালনায় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দিপ রায় টিংকু, ইঞ্জিনিয়ার সৌরভ রায় টেন্ডুল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবু, সাংবাদিক রায়হানুল ইসলাম রনি, তাহেরপুর পৌরসভার আনছার ভিডিপির কমান্ডার রইচ উদ্দিন, জয় রাহা, পৌরসভার কর্মচারী কল্যান কুমার, মোলয় হলদার প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০