সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতায় মুগ্ধ হয়েছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দীন আহমদ এর পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহীর কয়েকটি ছবিসহ একটি পোস্ট দেন সোহেল তাজ।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অসাধারণ রাজশাহী ! রাজশাহীর মানুষ, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাকৃতিক সুন্দর্য আমাকে মুগ্ধ করেছে! আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতার মধ্যে অন্যতম এ এইচ এম কামরুজ্জামানকে যিনি জন্ম গ্রহণ করেছিলেন এই অপূর্ব রাজশাহীতে।’ উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার
অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রথম মেয়াদে (২০০৮-২০১৩) রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে জিরো সয়েল প্রকল্প গ্রহণসহ নানা উদ্যোগের কারণে পরিস্কার-পরিচ্ছন্নতায় দেশসেরা এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বায়ু দূষণ কমানোয় বিশ্বের সেরা শহরে পরিণত হয় রাজশাহী। পরবর্তীত ৫ বছর সেই অর্জন ম্লান হয়ে যায়। তবে ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয়বার মেয়রের দায়িত্বগ্রহণের পরই পরিস্কার-পরিচ্ছন্নতায় জোর দেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরফলে গত এক বছরে ফের সেই পরিস্কার-পরিচ্ছন্ন শহরে ফিরেছে রাজশাহী নগরী। রাজশাহীতে আগমনকারী দেশি-বিদেশি সকল অতিথিই নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০