নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামীকাল ৩ অক্টোবর। ইতিমধ্যেই ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। উপনির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ধানের শীষ প্রতীক নিয়ে মোতাহার হোসেন, হাতুড়ি প্রতীক নিয়ে আজিজুল হক মিঠু, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাইদুর রহমান ও মোটরসাইকেল প্রতীক
নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান রেজাউল করিম। হুজুরিপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৩০ জন। মহিলা ৯ হাজার ৬৭৬ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৫৫৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ৬৩ টি বুথ। পবা উপজেলা নির্বাচন অফিসার ও উপ নির্বাচনের রিটানিং অফিসার মীরদাহ মোসাম্মাদ শাহনাজ পারভীন বলেন, উপ-নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের উপকরণ পাঠানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০