নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পদ্মা নদীর ধারে লালন শাহ পার্কে সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সিটি কর্পোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পদ্মা নদীর ধারে যে গাছগুলো লাগানো হচ্ছে,
পরবর্তীতে এটি সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। উষ্ণ মৌসুমে তাপ, ঝড় মৌসুমে নদীর চরের বালু শহরে প্রবেশের ক্ষেত্রে বাধা হবে গাছগুলো। এতে শহর পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে। ‘জীবনের স্পন্দন বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাসিকের
প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্যান্য নারী কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্র্যাকের রাজশাহী বিভাগের
আঞ্চলিক পরিচালক ফারজানা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপন করা হচ্ছে। গাছগুলোর মধ্যে রয়েছে মেহেগুনি, কড়ই, নাড়িকেল, আম, রাজকড়ই, নিম, অর্জুন, হরতকি, বহেড়া, জাম্বুরা ইত্যাদি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০