রাজশাহীতে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের হাইটেক পার্ক এলাকায় আই বাঁধের সামনে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স আনুমানিক ৫ বছর। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন বুধবার সকালে হাইটেক পার্ক এলাকার আই বাঁধের পাশে পদ্মা নদীতে মেয়ে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার লাশে পচন ধরেছে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক বলেন, ওই শিশুর লাশ দেখে চেনার উপায় নেই। ১০ থেকে ১২ দিন আগে হয়তো শিশুটি মারা গেছে। প্রাথমিক সুরতহালে বোঝার উপায় নেই যে শিশুটিকে কেউ মেরে ফেলেছে, নাকি পদ্মায় ডুবে মারা গেছে।
পরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০